মে দিবসে উত্তরা থেকে ২ গৃহকর্মীর লাশ উদ্ধার

0
748

খবর ৭১ঃ আজ বুধবার মহান মে দিবসে রাজধানীর উত্তরায় এক বাড়ির ছাদ থেকে দুই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উত্তরার জসিমউদ্দিন রোডের ৩ নম্বর সেক্টরের ৪০ নম্বর বাড়ির পার্শ্ববর্তী একটি একতলা বাড়ির পাশের ছাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই গৃহকর্মী— হালিমা ১৪ ও রুবি ১৭। তাদের মধ্যে হালিমার বাড়ি লক্ষ্মীপুরে, রুবির বাড়ি ময়মনসিংহ।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, ৪০ নম্বর বাড়ির ছয়তলায় মাজেদুল ইসলামের ফ্লাটে এই দুই গৃহকর্মী কাজ করতেন। রাত পৌনে চারটার দিকে ওই বাড়ির পাশের একতলা বাড়ির ছাদ থেকে কেয়ারটেকার দুইজনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে একজনের হাত এবং পা ভাঙা ছিলো। আরেকজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

ওসি জানান, ওই বাড়ির ছয়তলায় মাজেদুল ইসলামের ফ্লাটে তারা কাজ করতেন। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত তিনটা ৩২ মিনিটে তারা দুজন ব্যাগ নিয়ে দরজা খুলে বেরিয়ে ছাদে যান। সিসি ক্যামেরাতে এটুকুই দেখা গেছে।

তিনি আরো জানান, কেন কিভাবে এই দুই গৃহকর্মী ছাদে গেলো? কেন তারা নিচের বাসার ছাদে পড়লো? সে বিষয়ে মাজেদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাসপাতালের চিকিকত্সকরা জানান, একজনের আগেই মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here