মেসি-রোনালদোকে হারিয়ে ব্যালন ডি’অর জিতলেন মদ্রিচ

0
319

খবর ৭১: লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কারের বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

এর আগে গত ১০ বছরে পাঁচবার করে ব্যালন ডি’অর জিতেন মেসি ও রোনালদো। তবে এ বছর বর্ষসেরার সবকটি পুরস্কারই ঘরে তুললেন মদ্রিচ।

গত মৌসুমে রিয়ালের টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদ্রিচের। ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জেতান তিনি।

এছাড়াও রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন মদ্রিচ। এর পাশাপাশি টুর্নামেন্টজুড়ে দারুণ খেলেন তিনি, সেই সঙ্গে নিজে দুটি গোল করেন এবং সতীর্থদের দিয়ে ১টি গোল করান। রাশিয়া বিশ্বকাপ আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ও জিতে নেন মদ্রিচ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here