মেডিক্যাল ও বুয়েটে ভর্তি পরীক্ষার নতুন তারিখে বিপাকে শিক্ষার্থীরা

0
566
মেডিক্যাল ও বুয়েটে ভর্তি পরীক্ষার নতুন তারিখে বিপাকে শিক্ষার্থীরা

খবর৭১ঃ
মেডিক্যাল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ পরপর হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তারা মেডিক্যাল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি তুলেছেন।

আগে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ছিল ৪ অক্টোবর। আর ৫ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। যেহেতু মেডিক্যালের পরীক্ষা সারা দেশের একাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়, তাই ঐ পরীক্ষায় অংশ নিয়ে বুয়েটের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর জন্য কঠিন ছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তর প্রথমে ভর্তি পরীক্ষা না পেছানোর সিদ্ধান্তে অনড় থাকায় বুয়েট কর্তৃপক্ষ তাদের পরীক্ষা পিছিয়ে ১৪ অক্টোবর নির্ধারণ করেন।

কিন্তু দুর্গাপূজার কারণে মেডিক্যাল পরীক্ষা পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়। এছাড়া ১২ অক্টোবর চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (চুয়েট) ভর্তি পরীক্ষা রয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এই তিনটি পরীক্ষাই গুরুত্বপূর্ণ। কিন্তু কারো বাড়ি রংপুর হলে সে রংপুরে মেডিক্যাল, পরেরদিন আবার চট্টগ্রামে চুয়েটে পরীক্ষা দিয়ে ঢাকায় এসে বুয়েটে পরীক্ষা দেওয়া অসাধ্য হয়ে দাঁড়াবে।

ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়েরই একাধিক শিক্ষার্থী ও অভিভাবক পূর্ব নির্ধারিত ৪ অক্টোবরেই মেডিক্যালের ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here