মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আজহার ও কায়সারের আপিল শুনানি ১৮ জুন

0
294

খবর ৭১ঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির (জাপা) নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল আবেদন শুনানি আগামী ১৮ জুন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট।

আজ (১০ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শুরুর এই দিন ঠিক করে দেন।

এর আগে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

অপরদিকে, হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপালনকারী সৈয়দ মোহাম্মদ কায়সারকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

পরবর্তীতে এই দণ্ডাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পৃথক আপিল করেন আজহার ও কায়সার। এই দুইজন আপিল বিভাগের কাছে নিজেদের নির্দোষ দাবি করে এই মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়ার আবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here