মুশফিকের ইনজুরি: স্বস্তি ফিরলো বাংলাদেশ শিবিরে

0
401

খবর ৭১ঃ

হাতে ব্যথা পেয়েছিলেন মুশফিক। এক্স-রে করা হয়েছে তাঁর। হঠাৎ নেটে পাওয়া এ চোট কতটা তাঁকে কতটা ভোগাবে আরেকটু অপেক্ষা করতে হবে।

কাল টন্টনের নেটে হঠাৎ মোস্তাফিজুর রহমানের বল এসে লাগে মুশফিকুর রহিমের ডান হাতে। তীব্র ব্যথা নিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশ দলের অভিজ্ঞ এ উইকেটকিপার ব্যাটসম্যান। স্বস্তির খবর এতটুকুই, মুশফিকের হাতে কোনো চিড় ধরে পড়েনি।

কাল নেট ছেড়েছেন ব্যথায় কাতরাতে কাতরাতে। মাঠে ঘণ্টা তিনেক আইসিং করেছেন। বিকেলে গেছেন এক্স-রে করাতে। আজ সকালে জানা গেল, এক্স-রেতে চিড় ধরা পড়েনি, তবে ‘সফট টিস্যু ইনজুরি’। এ ধরনের চোটে ব্যথা বা ফোলা থাকে অনেকক্ষণ। মুশফিক কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন কিনা, সেটি তাই এখনো সংশয়ের চাদরে মোড়া। আজ বিকেলে অনুশীলনে বোঝা যাবে, এই চোট তাঁকে কতটা ভোগাবে। বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে স্থানীয় সময় বিকেল দুটা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। এর আগে তামিম ইকবাল-সাকিব আল হাসানও চোট পেয়েছিলেন। তবে দুজনই এখন ফিট আছেন। নতুন চিন্তা মুশফিককে নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here