মুর্শিদাবাদে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩৬

0
395

খবর৭১:ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে যাত্রীবাহী বাস সেতু ভেঙে নিচে পড়ে গিয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ, ১০ জন নারী ও দু’জন শিশু রয়েছে।

সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটলেও বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা জানা যায়নি। ফলে প্রাথমিক অবস্থায় কেবল দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়।

তবে সোমবার বিকেল ৫টা থেকে মরদেহ উদ্ধার শুরু হয়। জানা গেছে, সামনের গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে মুর্শিদাবাদের বালির ঘাট সেতু থেকে ভাণ্ডারদহ বিলে পড়ে যায় বাসটি।

এ ঘটনায় আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নদিয়ার করিমপুর থেকে মুর্শিদাবাদের বহরমপুর হয়ে মালদহে যাওয়ার কথা ছিল বাসটির।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হতে দেরি হওয়ার কারণে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

এনডিটিভি বলছে, চারটি ক্রেন দিয়ে টেনে বাসের সামনের দিকটা পানি থেকে একটু তোলার পর মরদেহ বের করা শুরু হয়। রাত পৌনে ৮টায় পানি থেকে তোলা হয় ফাঁকা বাসটি।

চালকের পেছনে বসা এক যাত্রী প্রাণে বেঁচে গেছেন। তিনি জানান, দুর্ঘটনার সময় চালক মোবাইলে কথা বলছিলেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here