মুরাদনগরে ২ হাজার কৃষকের ঘরে ঘরে বীজ পৌঁছে দিলেন এমপি ইউসুফ হারুন

0
506
মুরাদনগরে ২ হাজার কৃষকের ঘরে ঘরে বীজ পৌঁছে দিলেন এমপি ইউসুফ হারুন

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নিজস্ব তহবিল থেকে ২ হাজার অসহায় দরিদ্র কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইনুদ্দিন আহাম্মেদ সোহগ, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম
রাজীব, উপজেলা সদর ইউপি সদস্য আক্তার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কেএম শারফিন শাহ্, যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষকলীগের
আহবায়ক কামাল খন্দকার, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাকির, মোঃ হাসান মিয়া, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, কৃষকলীগের সদস্য আল
আমিন বাদশা, আরিফুজ্জামান প্রমূখ।

জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মুরাদনগর উপজেলায় অর্থ ও শ্রমিক উভয় সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়ে কৃষকরা। এই সংকটময় পরিস্থিতিতে
এমপি ইউসুফ হারুনের নির্দেশে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অসহায় দরিদ্র
কৃষকের ধান কেটে তা বাড়ি পৌঁছে দিচ্ছে।এসব অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দেয়ার পর খালি জমিতে বীজ বপনের জন্য তিনি নিজস্ব অর্থায়নে দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করেন। বৃহস্পতিবার দলের নেতাকর্মীদের মাধ্যমে কৃষকদের ঘরে ঘরে
এসব বীজ পৌঁছে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here