মুরাদনগরে ভিজিএফের চাউল বিতরণ কর্মসূচীর উদ্বোধন

0
422
মুরাদনগরে ভিজিএফের চাউল বিতরণ কর্মসূচীর উদ্বোধন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। ছবিঃ মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের আওতায় চাউল বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ১৩নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। ইউপি সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরাবাজার থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মুমিনুল হক, জেলা পরিষদ সদস্য (ভিপি) জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবীব শামীম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য ও মুরাদনগর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক, ইদ্রিস মেম্বার, ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য মনিরুজ্জামান, সাহেদুল হক সুজন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিক তুহিন প্রমুখ। সদর ইউনিয়নের মোট ৭৪৫টি দরিদ্র পরিবারের মাঝে প্রতি পরিবারে ১৫কেজি করে ১১টন ১৭৫ কেজি চাউল বিতরণ করা হবে। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে ঈদ ইল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here