মুরাদনগরে গুজব প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত

0
411
মুরাদনগরে গুজব প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে গুজব প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে এবং মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজে পৃথক দুটি সভার আয়োজন করা হয়। রোববার সকালে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল খায়ের, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, যুবলীগ নেতা শফিকুর রহমান ছবি, শিক্ষক শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। এরপর দুপুরে উপজেলা সদরের কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি একেএম মনজুর আলম বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে সমাজ সচেতন হবে। শিক্ষার্থীরা সচেতন হলেই গুজব মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কলেজের শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং সিনিয়র অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি সদস্য আক্তার হোসেন, শ্রমিকলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here