মুরাদনগরে করোনায় মৃতদেহ দাফন করবে যুবলীগ

0
496
মুরাদনগরে করোনায় মৃতদেহ দাফন করবে যুবলীগ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ 

কুমিল্লার মুরাদনগর উপজেলায়  
করোনাভাইরাসে মৃতদেহ দাফনে প্রস্তত রয়েছেন যুবলীগের ১১ জন নেতাকর্মী । উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আলমের তত্বাবধানে উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী করোনায় মৃতদেহ দাফন এবং সমাহিত করার বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।  এ টিমে যারা রয়েছেন তারা হলেন, আবুল বাশার, বশির উজ্জামান মুন্সি, ইয়াসির আরাফাত, মামুন চৌধুরী, সাইফুল ইসলাম, নাছির হোসেন, মোমেন হক, আলাউদ্দিন বেপারী, রেজাউল করিম, জামাল ও মাহবুবুল আলম।      

জানা যায়, করোনাভাইরাসের হটস্পটে পরিনত হতে যাচ্ছে মুরাদনগর উপজেলা। এই উপজেলায় এ পর্যন্ত ৩৪ জন   আক্রান্ত হয়েছেন এবং  ১ জন মৃত্যুবরণ করেছেন। 
উপজেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন এলাকার মতো এ উপজেলায়ও করোনায় মৃতদেহ দাফনে সংকট দেখা দিতে পারে। তাই এ দুঃসময়ে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের দিকনির্দেশনায় 

মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন 
যুবলীগের ১১ জন  সাহসী নেতাকর্মী। মুরাদনগর উপজেলা যুবলীগের ভাড়প্রাপ্ত আহবায়ক রুহুল আমিনের নেতৃত্বে 
যুবলীগের এই টিম উপজেলায় করোনাভাইরাস বা এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সবার দাফন এবং সমাহিতের কাজ সম্পন্ন করবেন।    

উপজেলা যুবলীগের ভাড়প্রাপ্ত আহবায়ক রুহুল আমিন বলেন, ‘যদি কেউ করোনায় আক্রান্ত বা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে তাহলে আমাদের হট নাম্বারে ফোন করলেই আমরা পৌঁছে যাবো করোনায় মৃতদেহ দাফন করতে। আমাদের খাটিয়া, ইমামসহ প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে। একটা মানুষ মুত্যুর পর যেন তাকে যথাযথ সম্মান এবং ধর্মীয় বিধিবিধান অনুযায়ী দাফন করতে পারি সে লক্ষ্যে আমরা প্রস্তুত আছি।’

ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেন, “যেহেতু করোনার বিস্তার প্রতিনিয়ত বাড়ছে আমাদেরকে প্রস্তুত হতে হচ্ছে করোনায় মৃত্যু মোকাবেলার জন্যে। বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাবেন তাদের বিশেষভাবে দাফনের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আমি বিশেষভাবে আনন্দিত যুবলীগ যেভাবে গত দুই তিন মাস ধরে ত্রান দিয়ে যাচ্ছে নিরলসভাবে, কৃষকের মাঠের ধান কেটে দিচ্ছে,  তারা আজকে আবার নতুন উদ্যোগ নিয়েছে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফনে কোন সমস্যা না হয়। ইতোমধ্যে সরকারি ভাবে দাফনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমরা তাদের সাথে সমন্বয় করে, তাদের সাথে সহযোগীতা করে এ কাজটা সম্পন্ন করব। আমি যুবলীগের সদস্যদেরকে ধন্যবাদ যানাচ্ছি এবং তাদের শুভ কামনা করছি।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here