মুম্বাইয়ের বাঁচা-মরার লড়াইয়ে কলকাতার টার্গেট ১৮২

0
274

খবর ৭১:আগের নয় খেলায় ৬টিতে হেরে যাওয়ায় সমীকরণটা স্পষ্ট হয়ে যায়। হারলেই বিদায় নিতে হবে মুম্বাইকে। এমন সমীকরণ সামনে রেখেই ব্যাটিংয়ে নামে মুম্বাই ইন্ডিয়ান্স।

দলের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে আগে ব্যাট করে ১৮১/৪ রান সংগ্রহ করেছে মোস্তাফিজুর রহমানদের দলটি। যদিও এ ম্যাচে মূল একাদশে জায়গা পাননি বাংলাদেশি পেসার মোস্তাফিজ।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা নাইট রাইডার্স।উদ্বোধনীতে অসাধারণ খেলে ৯১ রানের জুটি গড়ে দলকে বিশাল সংগ্রহের আভাস দিয়েছিলেন সুরাইয়া কুমার যাদব ও ইভিন লুইস। এক সময় মনে হয়েছিল অনায়াসেই ‘দুইশ’ ছাড়িয়ে যাবে।

এই জুটির বিচ্ছিন্ন করেন আন্দ্রে রাসেল। ২৮ বলে দুই ছয় এবং পাঁচ বাউন্ডারিতে ৪৩ রান সংগ্রহ করা ক্যারিবীয় এ ওপেনারকে ফেরান স্বদেশী পেস বোলার রাসেল।

সুরাইয়া কুমারকে ব্যাটিংয়ে প্রমোশন দিতে গিয়ে তিনে খেলতে নামেন অধিনায়ক রোহিত শর্মার। ওয়ানডাউনে খেলতে নেমে সুবিধে করতে পারেননি রোহিত। ফিরেন মাত্র ১১ রানে।

খানিক ব্যবধানে ফেরেন অসাধারণ খেলে যাওয়া যাদব। রাসেলের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৩৯ বলে সাত চার ও দুই ছক্কায় ৫৯ রান করেন মহারাষ্ট্রে জন্ম নেয়া সুরাইয়া কুমার।

শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ২০ বলে গড়া ৩৫ রানের ওপর ভর করে ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে মুম্বাই।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here