মুম্বাইগামী বিমানে বোমাতঙ্ক, সিঙ্গাপুরে জরুরি অবতরণ

0
212

খবর৭১ঃবোমাতঙ্কে মুম্বাইগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান মাঝপথ থেকে ফিরে গিয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে সিঙ্গাপুর থেকে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বিমানে এ ঘটনা ঘটে। ঘটনায় সন্দেহভাজন এক মহিলাকে শিশুসহ আটক করা হয়েছে।
খবরে বলা হয়, ২৬৩ জন যাত্রী নিয়ে রওনা হওয়ার কিছুক্ষণ পরই পাইলটের কাছে খবর আসে, বিমানের ভেতরে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। যাত্রীদের বুঝতে না দিয়েই নিরাপদে বিমানটি ফিরিয়ে নিয়ে যান তিনি।

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে জরুরি অবতরণ করে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা জিনিসপত্রে ব্যাপক তল্লাশি চালায় ইমিগ্রেশন পুলিশ।

তবে যাত্রীদের কাছে বোমাসদৃশ অবৈধ কিছু পাওয়া যায়নি।এ ঘটনায় সন্দেহভাজন এক মহিলাকে শিশুসহ আটক করা হয়েছে।

সিঙ্গাপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোমাতঙ্কের পর পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায় তা দেখা হচ্ছে। কেন এমন ঘটনা ঘটল সেটাও দেখা হচ্ছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here