মুজিববর্ষে ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধা পাবেন বাড়ি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

0
436
মুজিববর্ষে ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধা পাবেন বাড়ি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

খবর৭১ঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুজিববর্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে ১৬ লাখ টাকা ব্যয়ে একটি করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের এভাবেই সন্মানিত করা হবে। স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধাদের জন্য অনেক উপহার থাকবে।

এছাড়া আগামী বাজেটে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজকের কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে আনা জরুরী জনগুরুত্বসম্পন্ন বিষয়ে জন-গুরুত্বপূর্ণ নোটিশের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। সাবেক মন্ত্রী শাজাহান খান জন-গুরুত্বপূর্ণ নোটিশ এনে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধি করে ২০ হাজারা টাকা ও নববর্ষ ও বিজয় দিবসের বোনাস দ্বিগুণ করার দাবি জানান।

জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের প্রথম সন্মানিত করা শুরু হয়। তখন ৩শ’ টাকা করে ভাতা দেওয়া হতো ৪০ হাজার মুক্তিযোদ্ধাকে। সেখান থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে আজ ১২ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া ৪০ হাজারের স্থলে বর্তমানে শতভাগ মুক্তিযোদ্ধাই এই ভাতার আওতাভুক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য প্রত্যেক বিশেষায়িত হাসপাতালগুলোকে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা আগাম দিয়েছি।

যাতে কোনো মুক্তিযোদ্ধা এসে টাকার অভাবে চিকিৎসা না করে ফিরে না যান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি অনুযায়ী ৫০ শতাংশ টাকা খরচ করার পর হাসপাতাল কর্তৃপক্ষ যখন দাবি করবে তখনই তাদের টাকা বরাদ্দ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here