মুক্তি পেলেন নওয়াজ শরীফ

0
263

খবর ৭১ঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তাঁর মেয়ে মরিয়ম এবং মেয়ে জামাই মোহাম্মদ সফদার কারাগার থেকে মুক্তি পেয়েছন। বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদিয়ালা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।

এর আগে বুধবার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চের বিচারক আতাহার মিনহাল ও মিয়ানগুল হাসান আওরাঙ্গজেব তাদের মুক্তির আদেশ দেন।

বিচারক আথার মিনাল্লাহ এবং বিচারক মিয়াঙ্গুল হাসান আওরেঙ্গজেবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ‘জবাবহিদি কোর্টের’ দেওয়া রায় বাতিল করে দিয়েছে। গত ৬ জুলাই ওই আদালত নওয়াজ শরীফকে ১০ বছর, মরিয়ম নওয়াজকে ৭ বছর ও তার স্বামী সফাদারকে ১ বছরের কারাদণ্ড দেন।

শুধু তাই নয়, অ্যাভেনফিল্ডের ওই ফ্ল্যাট ক্রয়ের মামলায় নওয়াজ শরীফকে ৮০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়। একইসঙ্গে মরিয়ম নওয়াজ ও তার স্বামী সফাদারকে ২০ লাখ ডলার জরিমানা করা হয়।

এদিকে নওয়াজ শরীফের আইনজীবীর করা এক পিটিশনের ভিত্তিতে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এসময় তাদের ৫ লাখ রুপি জমা দিতে নির্দেশ দেন দুই বিচারক।

রায় ঘোষণার পরপরই নওয়াজ সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন। মুক্তির পরই তাদেরকে স্বাগত জানান দলের নেতা-কর্মীরা। কারাগারের বাহিরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে তার দলের সমর্থকরা অপেক্ষা করছিলেন কারাগারের বাইরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here