মুক্তি পেলেন গয়েশ্বর

0
289

খবর ৭১: রাজধানীতে মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও প্রিজন ভ্যানের তালা ভেঙে দুই কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রমনা থানার দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বিষয়টি ব্রেকিংনিজকে নিশ্চিত করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন, ‘সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন।’

এর আগে গত ৩১ জানুয়ারি গয়েশ্বরকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান।

অপরদিকে গয়েশ্বরের আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিন চেয়ে শুনানি করেন। ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, নাশকতার অভিযোগে গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে রমনা থানায় দায়ের করা এক মামলায় গয়েশ্বরকে গ্রেফতার করা হয়। পরের দিন সকালে রাজধানীর মিন্টো রোডস্থ ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে আনা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here