মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে

0
345

খবর ৭১ঃ

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম এবং দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষার দায়িত্ব নিতে হবে। তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক চর্চা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধরে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনেন। স্বাধীনতা রক্ষার দায়িত্ব আজকের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ও স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।
ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও সিটিজি পোষ্ট ডটকমে’র উদ্যোগে আজ ২৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১১ টায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান। সংগঠনের সহ-সভাপতি রাজনীতিবিদ মো: জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির সভাপতি কিরণ শর্মা, চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যান সমবায় সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন, হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যাপক সুমন দত্ত, তৃণমূল সাংবাদিক কল্যাণ ও নির্যাতন প্রতিরোধ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনায় অগ্নিপরীক্ষা, আগামী নির্বাচন একটি পক্ষ স্বাধীনতার পক্ষে, আরেকটি স্বাধীনতার বিপক্ষে, তাই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় সকল পক্ষকে স্বাধীনতার বিরুদ্ধে অপশক্তিকে পরাজিত করতে হবে। এসময় বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার দোসরদের বিরুদ্ধে পরাজিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সুসংঘত রাখতে হবে। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষিকা পান্না চৌধুরী, নাজিয়া বেগম মভি, সংগঠক ও শিক্ষক সুমন চৌধুরী, মোঃ কুতুব উদ্দিন রাজু, সুমাইয়া আক্তার একা, জান্নাত আরা সাথী, শারমিন আক্তার, নাদিয়া জান্নাত, খাদিজা বেগম, শ্রাবন্তী চৌধুরী,
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here