মুক্তিযুদ্ধের ইতিহাস বের করতে ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন’ গঠনের দাবি

0
336

খবর৭১: মুক্তিযুদ্ধের সময়কার কার কি ভূমিকা ছিল, তার প্রকৃত ইতিহাস বের করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন গঠনের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। তিনি এ সময় ঘোষণা দিয়ে বলেন, আগামী জুলাই মাস থেকে সব মুক্তিযোদ্ধাদের শতভাগ চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।

শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাসের প্রকৃত চিত্র উদ্ঘাটনের জন্য একটা ‘ফ্যাক্টস্ ফাইন্ডিং কমিশন’ গঠনের।

তিনি বলেন, কেননা জিয়াউর রহমান একজন ইনফিলট্রেটর (গুপ্তচর) ছিলেন। তিনি ছিলেন একটি সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা বের করার জন্য একটি তদন্ত কমিশন প্রয়োজন।

মন্ত্রী এ সময় আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। তবে এর সঙ্গে আরও যারা জড়িত ছিলেন তাদের খুঁজে বের করা প্রয়োজন। আর বঙ্গবন্ধুর হত্যার দিনে কেন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানি দূতাবাস সারা রাত খোলা ছিল, এ সময় তারা কি কাজ করছিল? তা-ও খতিয়ে দেখা প্রয়োজন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here