মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ৩য় পুনর্মিলনী সম্পন্ন

0
276
রেদোয়ান জনি::
মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট বিটে সমাজকর্মীদের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার ৮৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের চারশত সমাজকর্মী অংশ নেয়।
১৬ মার্চ শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি।
এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, চট্টগ্রাম জেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট, পটিয়ার বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি রাশেদা আক্তার মুন্নি, সমাজসেবক মীর্জা জসীম উদ্দিন প্রমুখ।
দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে সকালে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা জানান, এবাবের পুনর্মিলনী মিরসরাইয়ে তৃতীয়বারের মত, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। সম্মিলনটির মাধ্যমে সমাজসেবী সংগঠনগুলো উজ্জীবিত হবে, নতুন উদ্যমে সংগঠনগুলো সমাজের কল্যাণে কাজ করবে। আমি আশা করি ভবিষ্যতেও এই সম্মিলনের ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য মীরসরাই উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ২০১৬ সালে নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়। বর্তমানে এর আওতাধীন ১২২টি স্বেচ্ছাসেবী সংগঠন মীরসরাইয়ের উন্নয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা, ক্রীড়া, সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদানসহ নানাবিধ সামাজিক কাজে অবদান রাখছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নিবন্ধিত সংস্থাগুলো হচ্ছে শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, উদয়ন ক্লাব, বিজলী ক্লাব, অভিযান ক্লাব, সেতু, উদ্দীপন ক্লাব, দক্ষিণ আমবাড়িয়া সমাজ কল্যাণ সংস্থা, জাগ্রত প্রতিভা, সনাতন সংঘ, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, মুরাদপুর তরুণ সংঘ, ফাতেমা পল্লী শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র, ইয়ং স্টার, তাইফা, সুদিনকাল, শুকতারা, ঝংকার, নবজাগরণ ক্লাব, সুশীল সমাজ উন্নয়ন সংস্থা, এবি (আঞ্জুমান বদিউল আলম), সাফ (সোসাল আপলিপম্যাণ্ট ফাউন্ডেশন), কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি, প্রতিভা সংঘ এবং প্রবীণমেলা।
 এছাড়াও অনিবন্ধিত অংশগহণকারী সংস্থাগুলো হচ্ছে প্রজন্ম মিরসরাই, দুরন্ত সংঘ, মিঠানালা ডিলিজেণ্ট কাব, সাংবাদিক কল্যাণ সংস্থা, প্রচেষ্টা ছাত্র পরিষদ, সোনালী স্বপ্ন, নির্বাণ সংঘ, লায়ন্স কাব অব চিটাগাং মিরসরাই, ফ্রেন্ডস মিডিয়া, শেখ ইব্রাহিমটোলা তরুণ সংঘ, সাহেরখালী উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী পরিষদ, শুভ সংঘ, ওপিএল, অদম্য ওয়েলফেয়ার, দীপ জ্বেলে যাই, আদর্শ বন্ধু ফোরাম, ফ্রেন্ডশিপ-৯৮, মিরসরাই মুক্তি ফাউন্ডেশন, প্রজন্মের ভাবনা, তারুণ্য সংঘ, সৈয়দপুর সমাজ কল্যাণ এসোসিয়েশন, হাবিলদারবাসা ক্রীড়া সংঘ, সুপ্ত প্রতিভা, প্রীতিলতা, ইউনাইটেড ক্লাব, রংধনু, অন্তরঙ্গ মিঠানালা, আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগার, ফ্রেন্ডস কাব, এসটি লায়ন স্পোর্টিং কাব, বিপ্লব সংঘ, প্রজন্ম-১২, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখা, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, অদম্য-২০০৫, কেরাণীবাড়ী পাঠাগার, তরুণ প্রজন্ম, নির্মাণ শ্রমিক ইউনিয়ন জোরারগঞ্জ, রাইজিং স্টার, ইলেকট্রিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগ, সম্পর্ক পরিবার, শতাব্দী ক্লাব, এফসি-১১ করেরহাট, সৃজন সংঘ, এফডিএফ ক্লাব, অধিকারীর বাতিঘর, হিউম্যান এইড ফাউন্ডেশন, পশ্চিম অলিনগর তারকা ক্রীড়া সংঘ এবং রক্তের বন্ধনে মিরসরাই।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here