মিয়ানমার সফরে আসবেন জাতিসংঘের বিশেষ দূত

0
236

খবর ৭১: জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মিয়ানমার বিষয়ক নতুন নিয়োগ দেয়া বিশেষ দূত (এসআরএসজি) ক্রিস্টিন শ্রানার জুনে মিয়ানমার সফর করতে পারেন। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনকে তিনি এমনটাই জানিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন দ্য ডেইলি স্টার। এতে বলা হয়, সোমবার সৌজন্য এক ফোনে ক্রিস্টিন ওই তথ্য দেন। তিনি বলেন, মিয়ানমার সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এতে আরো বলা হয়, এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে সোমবারই একই বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরের জন্য ক্রিন্টিন শ্রানারকে আমন্ত্রণ জানিয়েছেন মাসুদ বিন মোমেন।
এ সময় শ্রানার বলেছেন, তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দুঃখ বেদনা সম্পর্কে জানতে চান। উল্লেখ্য, ২৬ শে এপ্রিল ক্রিস্টিনকে মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নিয়েগের ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here