মিয়ানমার ফেরত যাওয়ার সময় টেকনাফে ১৪ রোহিঙ্গা আটক

0
315

খবর৭১:মিয়ানমারে ফেরত যাওয়ার সময় টেকনাফে নারী ও শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তে তাদের আটক করা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে কিছু রোহিঙ্গা জড়ো হয়েছে এমন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়রে। এসময় ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের কাছে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে আশ্রিত থাকার কার্ড পাওয়া গেছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকরা মিয়ানমারে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তবে বিষয়টি আরও যাচাই-বাচাই করা হচ্ছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here