মিয়ানমারে রানওয়েতে ছিটকে পড়লো বাংলাদেশের বিমান, আহত ৩০

0
307

খবর৭১ঃ মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়েছে। এতে কমপক্ষে ৩০ আরোহী আহত হয়েছেন। আহতদের ইয়াঙ্গুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মমকর্তারা। তারা জানান, ড্যাশ-৮ উড়োজাহাজটি ৭৪ জন যাত্রী ধারণে সক্ষম।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বিমানটিতে দুজন পাইলট ও দুজন কেবিন ক্রুসহ মোট ৩৩ জন আরোহী ছিলেন। আরোহীর মধ্যে একজন শিশু, পাইলট ও কেবিন ক্রু ছিলেন আরও চারজন। এদের মধ্যে ৩০ জন আহত হয়েছেন। সবাইকে ইয়াঙ্গুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে।

এর আগে বিকেল ৩ টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি।

এদিকে দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। আশপাশের বিমানগুলোকে থাইল্যান্ডের চিয়াং মাই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here