মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট উইন মিন্ট

0
327
myanmar-new-president-rtvonline

খবর৭১: মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল এনএলডির নেতা অং সান সু চির অনুগত হিসেবে পরিচিত ইউ উইন মিন্ট।

বুধবার (২৮ মার্চ) মিয়ানমার টাইমস এ খবর প্রকাশ করেছে।

৬৬ বছর বয়সী উইন মিন্ট এনএলডির (ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি) একজন বিশ্বস্ত ও প্রভাবশালী সদস্য।

সু চির একান্ত অনুগত মিন্ট মিয়ানমারের দক্ষিণের কৃষি সমৃদ্ধ অঞ্চল ইরিওয়াদ্দা বদ্বীপ এলাকা থেকে এসেছেন। আশির দশকে তিনি জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং ১৯৮৮ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যোগ দেন।

মিয়ানমারের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে সাত দিনের মধ্যে তার পদে নতুন কাউকে নিয়োগ দিতে হয়। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারের দায়িত্ব পালন করা ইউ উইন মিন্ট পদত্যাগ করেছেন। এরপরই প্রেসিডেন্ট পদে তার নির্বাচনের বিষয়টি নিশ্চিত হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here