মিয়ানমারের উত্তরাঞ্চলে হাজারো লোক বাস্তুচ্যুত

0
393

খবর৭১:মিয়ানমারের উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। এ কারণে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

জাতিসংঘের কর্মকর্তা মার্ক কাটস শুক্রবার এ কথা বলেছেন।
মার্ক কাটস জাতিসংঘের অফিস ফর দ্য কো-অপারেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)-র প্রধান।

তিনি বলেন, গত তিন সপ্তাহে মিয়ানমার-চীন সীমান্তের কাছে কাচিন রাজ্যে ৪ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে, চলতি বছরের শুরুতে ওই অঞ্চলে সহিংসতার কারণে আরো প্রায় ১৫ হাজার লোক বাস্তুচ্যুত হন।

তিনি জানান, মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মধ্যে ২০১১ সালে অস্ত্রবিরতি চুক্তি ভেঙ্গে যায়। এর পর থেকে কাচিন ও শান রাজ্যের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যূত মানুষের সংখ্যা ৯০ হাজার অতিক্রম করেছে।

এ ছাড়া মিয়ামারের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলীয় রাজ্যে বড় ধরনের সংকট চলমান রয়েছে বলে জানান জাতিসংঘের এই কর্মকর্তা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here