মিসরে সন্ত্রাসী পরিকল্পনার জন্য ১০ জনের মৃত্যুদণ্ড

0
277

খবর৭১:মিসরে সন্ত্রাসের পরিকল্পনার অভিযোগে ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তরা সন্ত্রাসী দল গঠন করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর ওপর হামলার পরিকল্পনা করেছিল।

শনিবার কায়রোর একটি আদালতে একই মামলায় অভিযুক্ত অপর পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সমর্থক বলে জানিয়েছে মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ। অভিযুক্তরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

সেনাবাহিনী ২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসলামপন্থি বলে বিবেচিত লোকজনের ওপর দমনপীড়ন শুরু করে কর্তৃপক্ষ। মুসলিম ব্রাদারহুডের সদস্য ও সমর্থকসহ কয়েকশত ইসলামপন্থিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এরপর থেকে বহু মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী ও মানবাধিকার গোষ্ঠীগুলোর দেওয়া তথ্য থেকে জানা গেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here