মিসরের সিসি’র সঙ্গে কোনও কথা নয়: এরদোয়ান

0
221

খবর৭১:প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, বন্দিদের মুক্তি দেওয়ার আগে মিসরের সেনাশাসক জেনারেল সিসি’র সঙ্গে তিনি কখনও কথা বলবেন না। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, এমন একজন ব্যক্তির সঙ্গে আমি কখনও দেখা করবো না। প্রথমত, সাধারণ ক্ষমার আওতায় তাকে সব বন্দিকে মুক্তি দিতে হবে। যতক্ষণ না সে তাদের মুক্তি দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা তার সঙ্গে বসতে পারি না।

তিনি বলেন, যারা আমাকে জিজ্ঞেস করছেন, কেন আমি সিসি’র সঙ্গে সাক্ষাৎ করছি না, তাদের জন্য এটাই আমার উত্তর।

জেনারেল সিসি’কে একজন কর্তৃত্ববাদী ও সর্বগ্রাসী শাসক হিসেবে আখ্যায়িত করেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, মিসরের সঙ্গে কেন আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছে? কেন আমরা উচ্চ পর্যায়ের নেতারা কথা বলছি না? এ বিষয়গুলো দেখা দরকার।

স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করেন উল্লেখ করে এরদোয়ান বলেন, যারা (পশ্চিমা দুনিয়া) বলে থাকে তারা সামরিক অভ্যুত্থানের বিরোধী তারাই জেনারেল সিসি’র প্রেসিডেন্সিকে অভিনন্দন জানিয়েছে। এই সিসি ৫২ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসা মোহাম্মদ মুরসি’কে ক্ষমতাচ্যুত করেছে। কথিত সামরিক অভ্যুত্থানবিরোধীরা এই সিসি’র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। উল্টো তার জন্য লাল গালিচা বিছানো হচ্ছে। এই দেশগুলোই ২০১৬ সালে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের নেপথ্যে ছিল।

রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, জেনারেল সিসি’র সঙ্গে যারা যোগাযোগ রাখছে ইতিহাস তাদের ভিন্নভাবে মূল্যায়ন করবে।

এরদোয়ান বলেন, মিসরের জনগণ তুরস্কের ঘনিষ্ঠ বন্ধু, তবে সেটা কখনও জেনারেল সিসি নয়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here