মিরাজের ঘূর্ণিতে ঘুরছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা

0
267

খবর৭১:আজ সকালে নেমেই ধুকছেন। টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ঘুরছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

টাইগার স্পিনারদের সামনে দাঁড়াতেই পারছেন না উইন্ডিজের ব্যাটসম্যানরা। তৃতীয় দিনের সকালে ৩৫ রান তুলতেই নেই ৪ উইকেট। ৪টি শিকারই মেহেদী হাসান মিরাজের। ৬ষ্ঠ বারের মতো ৫ উইকেটের শিকার মিরাজের। এই অলরাউন্ডার মোট ইউকেট পেয়েছেন ৭টি।

রবিবার (২ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে নিজের প্রথম ইনিংসের ব্যাট করছে উইন্ডিজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১১০ রান। ক্রিজে আছেন জোমেল ওয়ারিকান ২ রান এবং লুইস শূন্য রানে।

এদিন ধুকতে থাকা ক্যারিবীয়রা ফলোঅনের পড়ার আশঙ্কা নিয়েই মাঠে নেমেছিল। ৪৩৩ রানে পিছিয়ে থাকা শিমরন হেটমায়ার-শেন ডোরিচরা শুরুটা সাবধানেই করেছিল। কিন্তু মিরাজের ঘূর্ণিতে বেশিক্ষণ ঠিকে থাকেনি ‘সাবধানতা’। দলীয় স্কোরের ১১ রান যোগ করতেই বিদায় ঘটে হেটমায়ারের। আগের দিনে শক্ত প্রতিরোধ গড়া হেটমায়ার ব্যক্তিগত ৩৯ রানের ফিরে গেলে দলীয় ৬ রান যোগ করতেই ফিরে যান দেবেন্দ্র বিশু আর কেমার রোচ। দলীয় ১১০ রানের ফেরেন শেন ডোরিচ।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here