মিরসরাই ট্রাজেডির ১১ জুলাইকে ‘নিরাপদ পথ দিবস’ দাবীতে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন

0
286

মোমিন মেহেদি ,মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই ট্রাজেডির ১১ জুলাইকে ‘নিরাপদ পথ দিবস’ দাবীতে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ জুলাই সন্ধ্যা ৬ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। সঞ্চালনা করেন মহাসচিব লায়ন শান্তা ফারজানা ও স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী। অতিথি ছিলেন সেভ দ্য রোড-এর উপদেষ্টা এ্যাড. কাজী এম সাজাওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মনিরুজ্জামান ও মোনোয়ার হোসেন তৌফিক। বক্তব্য রাখেন সেভ দ্য রোড ঢাকা জেলার সভাপতি হাসিবুল হক পুনম, মোহিদুল আলম, রাফিয়া খাতুন, মাসুদ রানা মিন্টু প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেড এম কামরুল আনাম বলেন, স্মরণকালের মর্মান্তিক ট্রাজেডির ১১ জুলাই। কালের স্রোতে হারিয়ে গেছে মিরসরাই ট্রাজেডির ৭ বছর। বাংলার বুকে সবচেয়ে ভয়াবহ মিরসরাই ট্রাজেডিতে নিহত শিক্ষার্থীদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। সেই ভয়াবহ করুণ ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ১১ জুলাই সোমবার। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-এর খেলা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার বড়তাকিয়া-আবুতোরাব সড়ক এলাকায় ৬০-৭০ জন শিক্ষার্থী নিয়ে মিনিট্রাক ডোবায় উল্টে গিয়ে ৪৩ জন ছাত্র সহ ৪৫ প্রাণের অকাল মৃত্যুর বিনিময়ে রচিত হয় মিরসরাই ট্রাজেডি নামক একটি করুণ অধ্যায়ের। যা আজও সন্তান হারা পিতামাতারা প্রিয় পুত্রকে হারানোর বেদনা ভুলতে পারছেন না। মিরসরাই ট্রাজেডির মিরসরাই ট্রাজেডির ১১ জুলাইকে ‘নিরাপদ পথ দিবস’ দাবী সেভ দ্য রোড-এর। সেভ দ্য রোড-এর প্রতিবেদন পাঠ ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘নিরাপদ পথ দিবস’ সকল শ্রেণি পেশার মানুষের দাবী।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here