মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি

0
386

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বারইয়ারহাট শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২১ মার্চ (বুধবার) বিকালে প্রশিক্ষণ কর্মসূচি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টও চট্টগ্রাম উত্তর জোন প্রধান সালেহ ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহীন কাকলী।

বারইয়ারহাট শাখার সিনিয়র অফিসার রাসেল আবদুল্লাহ আল জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এফএভিপি ও বারইয়ারহাট শাখা প্রধান মুহাম্মদ বোরহান উদ্দিন খান। আরডিএস’র সফল বাস্তবায়নে কেন্দ্র প্রধানও ডেপুটি কেন্দ্র প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন আরডিএস জোন অফিসার আমিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনা ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মিরসরাই শাখার এস.পি.ও এবং ম্যানেজার হারুন অর রশিদ। কেন্দ্র প্রধানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন টিংকু রাণী, আসাদ উল্ল্যাহ, জাহেদুল ইসলাম। এসময় অতিথিরা ২০১৭ সালের শ্রেষ্ঠ ফিল্ড অফিসার হিসেবে নিজাম উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন। ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখার অধীনে পল্লী উন্নয়ন প্রকল্পের ৬ টি এরিয়ার দেড় শতাধিক কেন্দ্র প্রধানও সহকারী কেন্দ্র প্রধানরা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মিরসরাই উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহীন কাকলী বলেন, ইসলামী ব্যাংক তার পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রেখে আসছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প বাস্তবায়নও নারীর ক্ষমতায়নেও যথাযথ ভূমিকা রাখছে। বর্তমান সরকার নারীদের উন্নয়নে আন্তরিক, ইতিমধ্যে নারীদের উন্নয়নে অসংখ্য পদক্ষেপও নিয়েছেন।
সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টও চট্টগ্রাম উত্তর জোন প্রধান সালেহ ইকবাল বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণের অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সামাজিক অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে আসছে। নারীকে স্বাবলম্বী করে তুলতে এই প্রকল্প হাতে নেওয়ারপর থেকে দেশের হতদরিদ্র নারীরা অর্থনৈতিক কর্মকান্ডে আরো ব্যাপকভাবে অংশ নিতে সক্ষম হচ্ছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here