মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের উদ্যোগে ৮ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

0
364
মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের উদ্যোগে ৮ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিনের উদ্যোগে নেতাকর্মী, দুস্থ্য ও গরীবদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মে) উপজেলার জোরারগঞ্জ, ধুম, ওচমানপুর, ইছাখালী, কাটাছরা, দুর্গাপুর, মিঠানালা, হাইতকান্দি ইউনিয়নের দুস্থ্য ও গরীবদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন স্ব স্ব ইউনিয়নের নেতাকর্মীরা। ত্রাণ সামগ্রী বিতরণ কার্য্যক্রমে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, উত্তর জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মাজহার চৌধুরী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুকুল আলম সোহান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু নোমান, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক শরফুদ্দীন, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আবছার মিয়াজী, মিরসরাই উপজেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক মোজাম্মেল হোসেন, মিরসরাই উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক, যুবদল নেতা হেলাল উদ্দিন, মোমিনুল ইসলাম, সাব্বির হোসেন, শহীদুল ইসলাম, জামশেদ আলম, ফরহাদ হোসেন, কবির হোসেন, মোহাম্মদ লিটন, বারইয়ারহাট কলেজ ছাত্রদল সভাপতি মিনহাজ উদ্দিন ভূঁইয়া টিটু, সাধারণ সম্পাদক মোহন দে, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জাহেদ হোসাইন, আলমগীর হোসেন প্রমুখ।

মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন জানান, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিনের ব্যক্তিগত উদ্যোগে নেতাকর্মী, দুস্থ্য ও গরীবদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্য্যক্রমে স্ব স্ব ইউনিয়নের নেতাকর্মীরা সমন্বয় করছে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন তিনি। এই কার্য্যক্রম করোনা চলাকালীন সময় পুরোটাতে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নুরুল আমিন।

মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন জানান, তৃণমূল থেকে শুরু করে মিরসরাইয়ে দীর্ঘদিন যাবত রাজনীতি করে আসছি, রাজনৈতিক পথচলায় নেতাকর্মীদের আন্তরিকতা ও ভালোবাসায় এতদূর এসেছি। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে করোনা সংকটকালে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুস্থ্য ও গরীবদের মাঝে নিজ উদ্যোগে সহায়তা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। করোনা চলাকালীন পুরোটা সময় ধরে ধাপে ধাপে এই সহায়তা কার্য্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here