মিটফোর্ডে বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের ৫০টি ফার্মেসিকে ৬০ লক্ষ টাকা জরিমানা

0
282

খবর৭১:মিটফোর্ডে ওষুধ মার্কেটে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নকল, সরকারি ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের অভিযোগে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত ৫০টি ফার্মেসিকে ৬০ লক্ষাধিক টাকা জরিমানা করেছেন। এ সময় ২০ কোটি টাকা মূল্যের ভেজাল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

বুধবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাবকে সহযোগিতা করে ওষুধ প্রশাসন অধিদফতর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব ১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী।
তিনি বলেন, ‘বিভিন্ন সরকারি হাসপাতালে বিতরণের জন্য এসব ওষুধ খোলা বাজারে বিক্রয় করে জনগণকে ন্যায্য পাওনা হতে বঞ্চিত করা হচ্ছে। এছাড়াও নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বাজারজাত করায় জনস্বাস্থ্য চরম বিপর্যয়ের মুখে।’ জনস্বাস্থ্যের জন্য হুমকি এসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here