মাহে রমজানে পুলিশ নিয়ে আল-আকসায় ঢুকে অনুষ্ঠান করল ইহুদিরা

0
226

খবর৭১ঃজেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি চরমপন্থীরা জোর করে ইসরাইলের স্বাধীনতা দিবস পালন করেছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ খবর জানায়।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলুকে জেরুজালেমের ধর্মীয় বৃত্তিপ্রদান কর্তৃপক্ষের মুখপাত্র ফিরাস আল-দিবস জানান, বৃহস্পতিবার সকালে ১৩০ জনের বেশি ইহুদি চরমপন্থী ইসরাইলের ৭১তম স্বাধীনতা দিবস পালনে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে।

১৯৪৮ সাল থেকে ইসরাইল তাদের স্বাধীনতা দিবস পালন করে আসছে। মুসলমান ও খ্রিস্টানদের ধর্মীয় স্থান হিসেবে আল-আকসাকে বিবেচনা করা হয়।

আল-দিবস জানান, ইহুদিরা ইসরাইলি পুলিশ নিয়ে আল-আকসা মসজিদের আল-মুগারবাহ গেট দিয়ে প্রবেশ করে।

তিনি বলেন, মসজিদের কুব্বাত আস সাখরার (ডোম অব দ্য রক) কাছে তালমুদিক অনুষ্ঠান শেষ করে ইহুদি বসতি স্থাপনকারীরা যৌথভাবে সংক্ষিপ্ত সফর করেন। জেরুজালেমের পুরনো শহরের টেম্পল মাউন্টের ওপর অবস্থিত একটি গম্বুজ হচ্ছে কুব্বাত আল সাখরার।

উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ৬৯১ সালে এর নির্মাণ সমাপ্ত হয়। বর্তমানে এটি ইসলামি স্থাপত্যের সর্বপ্রাচীন নমুনা।

আল-আকসা মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রস্থান হিসেবে ধরা হয়। আর ইহুদিরা দাবি করছে এখানে প্রাচীন যুগে দুটি মন্দির ছিল।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল পশ্চিম জেরুজালেম দখল করে নেয়। যেখানে আল-আকসা মসজিদটি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here