মাশরাফি বিন মর্তুজা ঈদের নামাজ আদায় করলেন নড়াইলের পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে

0
416

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল এস্কেপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, শনিবার ১৬ জুন সকাল ৮টায় নড়াইল পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামায়াতে তিনি ঈদের নামাজ আদায় করে তিনি। পরে সাংবাদিক মোঃ ইমরান হেসেনসহ সবার
সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নড়াইল এস্কেপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলসহ দেশ বাসিকে ঈদের শুভেচ্ছা।
পৌর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন।
ঈদের নামাজ শেষে ভক্ত, পরিচিতজন, বন্ধু ও স্বজনদের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় শেষে শহরের আলাদাৎপুরে নানা বাড়িতে যান এই ক্রিকেট তারকা।এদিকে মাশরাফিকে কাছে পেয়ে নড়াইলের বন্ধু-বান্ধব ও ভক্তরা আনন্দ প্রকাশ করেছেন।# ছবি সংযুক্ত
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা গাঁজা মদসহ গ্রেফতার ২৪
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ শনিবার (১৬ জুন)-কোড নং- ২৭৪-০১৬৭৭৪২১১২৫) নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ইয়াবা ১৬ পিস,গাঁজা ১০০ গ্রাম,মদ ১ লিটার মোট উদ্ধার । ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জিআর মামলায় ১৩ জন সিআর মামলায় ৬ জন নিয়মিত মামলায় ২ জন মাদক মামলায় ৩ জন শনিবার (১৬ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেফতার করে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, শনিবার (১৬ জুন) সকাল পর্যন্ত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যান্য আরো মামলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে।# ছবি সংযুক্ত

দিঘলিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম এর শুভেচ্ছা বিনিময়
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:■ আজ শুক্রবার (১৫জুন,২০১৮ )-কোড নং- ২৭৪-০১৬৭৭৪২১১২৫) নড়াইলের দিঘলিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নীনা ইয়াছমিন পুলিশ সুপার মাহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, আজ দুপুর ১২টার দিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নীনা ইয়াছমিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ খান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গত ১৫ মে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ত্রাসী হামলায় নিহত নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের স্ত্রী নীনা ইয়াছমিন নৌকা প্রতীকে ৫ হাজার ৫৬৫ ভোটে বিজয়ী হন। নড়াইলের লোহাগড়া উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।# ছবি সংযুক্ত

নড়াইলে প্রতিবন্ধীদের সম্মানে ইফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:■ শুক্রবার (১৫জুন, ২০১৮)-কোড নং- ২৭৪-০১৬৭৭৪২১১২৫) নড়াইলে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানে ইফতার করেছেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে,প্রতিবন্ধীদের সংগঠন নড়াইল ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের (ডিপিওডি) আয়োজনে সন্ধ্যায় শহরের দুর্গাপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান, মাওলানা রেজাউল করিম, ডিপিওডির সভাপতি মাহবুব আলম ফকির, সহ-সভাপতি আব্দুর রশিদ বেগ, পরিচালক ছাব্বির হোসেন প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ খান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ইফতারে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। # ছবি সংযুক্ত

নড়াইলে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ ঈদের দিন কর্মরত পুলিশ সদস্যদের খাবারের ব্যবস্থা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:■ শুক্রবার (১৫জুন, ২০১৮)-কোড নং- ২৭৪-০১৬৭৭৪২১১২৫) দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর আসতে চলেছে। অথচ এ দিনে অনেক পুলিশ সদস্যই কর্তব্য পালনের তাগিদে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি থেকে বঞ্চিত হবে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, একথা ভেবে বাংলাদেশ পুলিশের প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ জাবেদ পাটোয়ারী এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। ঈদের দিনে কর্মরত পুলিশ সদস্যদের খাবারের ব্যবস্থার দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছেন। শুক্রবার (১৫ জুন) সকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম গণমাধ্যমকর্মী নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, জানান, ঈদের দিনে কর্মরত পুলিশ সদস্যরাও যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে এ লক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নড়াইলে ঈদের দিনে যে সকল পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে তাদের খাবারের জন্য একটি গরু ও দুইটি খাসি কেনা হয়েছে। এছাড়া বাড়ির মতো এখানে সেমাই খাওয়ার ব্যবস্থাও থাকবে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। মানুষের জানমালের নিরাপত্তা বিধান করাই পুলিশের দায়িত্ব। এ কারণে পবিত্র ঈদের দিনেও অনেক পুলিশ সদস্যকে নিজ দায়িত্বে বহাল থাকতে হচ্ছে। এটি সত্যিই একটি যন্ত্রণাকর মূহুর্ত। কারণ ঈদের দিনে পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা অনেক কষ্টকর। কিন্তু এই কষ্টগুলো যাতে পুলিশ সদস্যরা অনুভব করতে না পারে সেজন্য নড়াইল জেলা পুলিশ সর্বদা সচেষ্ট। পুলিশ সুপার নিজে মনিটরিং করে পুলিশ সদস্যদের ঈদ উদযাপনকে আরও উৎসবমুখর করে তুলবেন বলেও জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here