মাশরাফির মাশরাফির বাৎসরিক আয় কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা

0
353

খবর৭১:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অন্যদের মতোই মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হলফনামায় নিজেদের সম্পদের পরিমাণ, পেশা, আয়ের উৎস ও মামলা বিবরণসহ নানা তথ্য উল্লেখ উল্লেখ করা হয়েছে।

হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়কের বছরে আয় করেন চার কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা। এর মধ্যে কৃষিখাতে তিনি বছরে আয় করেন পাঁচ লাখ ২০ হাজার টাকা।

ব্যবসা থেকে সাত লাখ ২০ হাজার টাকা, চাকরি থেকে তিন কোটি ১৭ লাখ চার হাজার টাকা এবং অন্যান্য খাতে মাশরাফির বাৎসরিক আয় এক কোটি ৫৫ লাখ চার হাজার ৭০০ টাকা।

রবিবার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা মাশরাফির মনোনয়ন বৈধ ঘোষণা করেন। ফলে নিশ্চিত হয়েছে নড়াইল-২ আসন থেকে মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ। এরই মধ্যে কেন্দ্র থেকে নড়াইল-২ আসনের নৌকার টিকিট পেয়েছেন মাশরাফি।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here