মালয়েশিয়ায় বিষাক্ত মদ পানে বাংলাদেশিসহ ২১ জনের প্রাণহানি

0
369

খবর ৭১ঃ মালয়েশিয়ায় বিষাক্ত মদ পান করে প্রবাসী বাংলাদেশিসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়ে আরও অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত শ্রমিকদের মধ্যে ৫ জন মালয়েশিয়ার, অন্যরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের নাগরিক।

স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে বলে মালয়েশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

নিহত ও আক্রান্তদের বেশিরভাগই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

দেশেটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এক সংবাদ সম্মলনে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ জানান, রাজধানী কুয়ালালামপুর ও তার পার্শ্ববর্তী সিলানগর অঞ্চলে বিষাক্ত মদ পান করে আক্রান্ত হওয়ার ৫৭টি ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

মালয়েশিয়ায় বিভিন্ন ব্রান্ডের মদের দামি বেশি হলেও স্থানীয়ভাবে শ্রমিকদের ঘরে তৈরি মদ সেখানকার মানুষের কাছে বেশ জনপ্রিয়।

কৃত্রিমভাবে মদ প্রস্তুত করার প্রধানতম একটি উপাদান ‘মিথানল’, যা সামান্য পরিমাণে ব্যবহার করা ক্ষতিকর নয়। কিন্তু বেশি পরিমাণে মিথানল পান একেবারে প্রাণঘাতী।

এ ঘটনার তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ অপরাধে কোনও ব্যক্তিকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

গেল এপ্রিলে মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ায় ঘরে তৈরি এক ধরনের মদ পান করে ৫০ ব্যক্তির মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here