মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের হাতে নির্যাতিত যুবক বাংলাদেশি

0
313

মালয়েশিয়া এক ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা বাংলাদেশি যুবককে আঘাত করছেন।
মালয়েশিয়ার জোহরপ্রদেশে ইমিগ্রেশন পুলিশের হাতে এক বাংলাদেশি যুবক নির্যাতনের শিকার হয়েছেন।

বাংলাদেশি যুবককে থাপ্পড় মারার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এ ঘটনার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন (অভিবাসন) কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি তরুণের মাথায় আঘাত করছেন ওই ইমিগ্রেশন কর্মকর্তা এবং তার হাত জোর করে স্ক্যানারে রাখছেন।

গত ৩০ মে সকাল ৯টার দিকে প্রদেশের উইসমা পারসেকুতুয়ান এলাকার ইমিগ্রেশন অফিসে এ ঘটনা ঘটে।

তবে কেন অফিসার এ আচরণ করেছে তা এখনও জানা জায়নি।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক রোহাইজি বাহারি বলেন, এ ঘটনার পর আমরা ওই কর্মকর্তাকে ফ্রন্ট ডেস্ক থেকে সরিয়ে দিয়েছি।

তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। ওই কর্মকর্তার বিরুদ্ধে কী অবস্থা নেয়া হয়েছে, তা তিনি বলেননি।

ইমিগ্রেশন বিভাগের মুস্তাফা আলীও এক বিবৃতিতে বলেন, এই কর্মকাণ্ডের ফলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

তিনি বলেন, আমরা তাকে বরখাস্ত বা চাকরিচ্যুত করার কথা ভাবব। সরকারি চাকুরে শৃঙ্খলাবিধি ২০০২ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মালয়েশিয়াভিত্তিক জুস অনলাইন জানিয়েছে, মালয়েশিয়ায় কাজ করতে আসা বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশিকর্মীরা অত্যন্ত সৎ ও কঠোর পরিশ্রমী হয়ে থাকে। কিন্তু স্থানীয় লোকজন তাদের সঙ্গে ভালো আচরণ করে না।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here