মালিতে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ১৫৭

0
234

খবর৭১ঃ আফ্রিকান দেশ মালিতে ফুলানি সম্প্রদায়ের লোকদের ওপর বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ১৫৭-তে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) এ তথ্য দিয়েছেন মালি সরকারের মুখপাত্র আমাদোও কোতিয়া।

হামলার ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নৃশংস হামলা হিসেবে উল্লেখ করে আমাদোও কোতিয়া বলেন, হামলার এ ঘটনায় নিহত বেড়ে ১৫৭ -তে দাঁড়িয়েছে।

হামলার পর নিহতের সংখ্যা ছিল ১৩৪ জন। তবে সেসময় নিহত আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিল স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৩ মার্চ) স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির ওগোসাগোও এবং ওয়েলিনগারা গ্রামে বন্দুকধারীরা হামলা করে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় এক কর্মকর্তা জানান, ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরে বন্দুকধারীরা গ্রাম দু’টিতে হামলা চালায়। মূলত সেখানকার ফুলানি সম্প্রদায়ের মুসলিম ধর্মের অনুসারী অধিবাসীদের ইসলামি বিদ্রোহী সন্দেহে প্রতিপক্ষ ভেবে এ হামলা চালিয়েছে তারা।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং বৃদ্ধও রয়েছে।

সম্প্রতি দেশটিতে সাম্প্রদায়িক এবং জঙ্গিগোষ্ঠীর সহিংসতা বেড়ে গেছে।

সাম্প্রদায়িক দ্বন্দ্বের জেরেই আল-কায়েদা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এবং ইসলামি স্টেট (আইএস) মালি এবং পার্শ্ববর্তী দেশ বুর্কিনা ফাসো ও নাইজেরে হামলা চালিয়ে আসছে।

২০১৩ সাল থেকে দেশটিকে এসব বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। বর্তমানে সাহেল অঞ্চলে ফ্রান্সের প্রায় ৪ হাজার ৫০০ সেনা রয়েছে। পাশাপাশি সেখানে মার্কিন সেনাও রয়েছে।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here