মালিতে বন্দুকধারীদের গুলিতে শতাধিক গ্রামবাসী নিহত

0
427

খবর ৭১ঃ আফ্রিকার দেশ মালির একটি গ্রামে বন্দুকধারীরা গুলি করে কমপক্ষে ১১৫ জনকে হত্যা করেছে।

বন্দুকধারীরা ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরেছিল। খবর ইয়াহু নিউজের।
শনিবার দেশটির মধ্যাঞ্চলের ওই গ্রামে হামলা চালানোর আগে গ্রামটি ঘিরে ফেলা হয়। মূলত গ্রামের ফুলানি নৃগোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করেই হামলা চালানো হয়।

এ হামলাকে গণহত্যা বলে মন্তব্য করেছেন প্রতিবেশী শহরের মেয়র। মালিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জিহাদি দলগুলোর মধ্যে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের শান্তি রক্ষীরা দেশটিতেই অবস্থান করছিলেন। এরই মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

ডগন শিকারি ও আধা যাযাবর ফুলানি জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে ভূমি ও পানির অধিকার নিয়ে আগে থেকেই সমস্যা ছিল।

ডগনদের দাবি, ফুলানি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কোনো জিহাদি গ্রুপের সম্পর্ক আছে। অন্যদিকে ফুলানিদের দাবি- মালির সেনাবাহিনী ডগনদের অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

তবে এখন পর্যন্ত এ হামলার দায় শিকার করেনি কেউ। হামলাকারীরা গ্রামের লোকদের হত্যা করার পর তাদের সব কুড়েঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here