মালদ্বীপে নাশিদের বিচার নিয়ে মুখোমুখি আদালত-সরকার

0
386

খবর৭১:মালদ্বীপে সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদের বিচার নিয়ে আদালত ও সরকার মুখোমুখি অবস্থায় নেওয়ায় চরম উত্তেজনা শুরু হয়েছে।

সম্প্রতি সন্ত্রাসবাদের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদের বিচার করাকে হাই কোর্টে শুক্রবার অবৈধ ঘোষণা এবং বিরোধী ১২ এমপিকে মুক্তি দেওয়ার আদেশ দেয়।

তবে সরকার তার বিচার করতে বদ্ধপরিকর।

পাল্টা পদক্ষেপে পার্লামেন্টের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে গ্রেপ্তারে আদালতের যে কোনো পদক্ষেপ ঠেকাতে নিরাপত্তা বাহিনীকে তৎপর করেছে সরকার।

বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির ১২ এমপিকে মুক্তি দেওয়ায় এখন তারাই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল।

ওই ১২ জনের মধ্যে নয়জন দেশে কারাবন্দি আছেন। বাকিরা স্বেচ্ছা নির্বাসনে চলে যান।

মালদ্বীপ সরকারের আশঙ্কা, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে গ্রেপ্তার বা অভিশংসনের নির্দেশ দিতে পারেন।

অ্যাটর্নি জেনারেল মোহামেদ অনিল বলেন, প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা বা গ্রেপ্তারের যে কোনো উদ্যোগ বেআইনি হবে।

এদিকে সরকারও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সঙ্গে নিয়ে কঠোর মনোভাব বজায় রেখেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here