মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন

0
243

খবর৭১:মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। সোমবার (২৪ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘মালদ্বীপের জনগণ তাদের রায় দিয়েছে এবং আমি এই ফল মেনে নিয়েছি’।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট অফিসে সোলিহ’র সঙ্গে সাক্ষাৎ করে আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি’।

ইয়ামিন বলেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে ‘নিবেদিতভাবে মালদ্বীপের জনগণের সেবা করেছি। ওই সেবার ফল স্পষ্ট এবং যারা এটা মেনে নিয়েছে এবং আমাকে ভোট দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন বিরোধী দলীয় নেতা সোলিহ। আর ইয়ামিন পান ৪২ শতাংশ ভোট। নির্বাচনে ৮৯ শতাংশ ভোটার উপস্থিতি ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here