মার্কিন সেইফ সিস্টেমে হানা ইরানের, বিপদে গুপ্তচররা

0
312

খবর৭১ঃ গত কয়েকমাস ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলেছে। দু’দেশের মধ্যে নিয়মিতই চলছে হুমকি-পাল্টা হুমকি। এরই মধ্যে ইরানের প্রভাব ঠেকাতে মধ্যপ্রাচ্যে দু’দফায় মার্কিন সেনা বাড়ানো হয়েছে।

তবে এবার সাইবার আক্রমণেযুক্তরাষ্ট্রেকে চেপে ধরেছে ইরান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে সিএনএন ও দেশটির সংবাদমাধ্যম আইআরআই এ খবর জানিয়েছে।

ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আইআরআইয়ের খবরে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা বাহিনী ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের সেইফ সিস্টেমের ভেতরে ঢুকেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা স্বীকার করেছে যে, তাদের গুপ্তচরেরা বিপদের মুখে পড়েছে এবং তারা তাদেরকে প্রত্যাহার করেছে। ইরানসহ আরো কয়েকটি দেশে এসব গুপ্তচর কাজ করছিল।

এদিকে মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র একটি বিশাল নেটওয়ার্ককে বানচাল করে দিয়েছেন ইরানি গোয়েন্দারা।
এদিকে ইরানের বিরুদ্ধে সক্রিয় থাকা একটি বড় ধরনের মার্কিন গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দেয়ার দাবি করেছে দেশটির গোয়েন্দারা।

মঙ্গলবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র একটি বিশাল নেটওয়ার্ককে বানচাল করে দিয়েছেন ইরানি গোয়েন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here