মার্কিন সিনেটের প্রস্তাবকে কড়া সমালোচনায় সৌদি আরব

0
301

খবর৭১:ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন যুদ্ধে মার্কিন সামরিক সহযোগিতা বন্ধে মার্কিন সিনেটের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রবিবার (১৬ ডিসেম্বর) প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়।

মার্কিন সিনেটের প্রস্তাবকে ‘হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে এদিন কড়া সমালোচনা করে সৌদি আরব। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এছাড়াও মার্কিন সিনেট জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার যে অভিযোগ তুলেছে এর তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব মার্কিন সিনেটের সর্বশেষ এই অবস্থানের নিন্দা জানিয়েছে। মার্কিন সিনেটের আনা এমন অভিযোগের কোন ভিত্তি নেই। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ। রিয়াদ যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রত্যাখান করছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here