মার্কিন যুক্তরাষ্ট্রে নির্যাতনে এক বন্দির মৃত্যুর অভিযোগ

0
373

খবর৭১:মার্কিন যুক্তরাষ্ট্রে নির্যাতনে এক বন্দির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে তিন কারা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বন্দির আইনজীবী জানান, বন্দি ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নির্যাতন সহ্য করতে না পেরে মারা যান। মৃত্যুর আগে কারা কর্মকর্তাদের কাছে পানি চেয়েছিলেন তিনি। কিন্তু তৃষ্ণার্ত অবস্থায়ও পানি দেয়া হয়নি তাকে। ওই বন্দির নাম টেরিল থমাস (৩৮)।

উইসকনসিনের মিলওয়াউকি জেলখালায় আটক অবস্থায় থমাসের মৃত্যু হয়। একজনকে গুলি করে গুরুতর জখম এবং একটি ক্যাসিনোতে ঢুকে ফাঁকা গুলি ছোঁড়ার অপরাধে থমাসকে গ্রেপ্তার করা হয়েছিল।

জানা গেছে, টেরিল থমাসের সেলের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কারা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, তিনি অত্যন্ত চ্যাঁচামিচি করতেন।শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এমনটা করা হয়।

অভিযোগ উঠেছে, পানির অভাবে থমাসের ওজন ৩৪ পাউন্ড কমে যায়, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাত দিন পানির অভাবে থাকার পর এই কৃষ্ণাঙ্গ বন্দি মারা যান।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে কারারুদ্ধ হওয়ার হার বিশ্বে সবচেয়ে বেশি। কারারুদ্ধদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ ও হিস্পানী আমেরিকান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here