মার্কিন ফাইটার জেট এফ-১৬ তৈরি করবে ভারত!

0
283

খবর৭১ঃ ভারতে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করে আকাশ কাঁপাবে মার্কিন ফাইটার জেট এফ-১৬।

এমনটি জানিয়েছে এফ-১৬ এর নির্মাতা যুক্তরাষ্ট্রের মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশ, ভারতে তৈরি এফ-১৬ ফাইটার জেটের যন্ত্রাংশকে আগামী তিন বছরের মধ্যে ব্যবহার করা হবে ওই সব যুদ্ধবিমানে।

তবে এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে লকহিড মার্টিনের মুখপাত্র।

উল্লেখ্য, বিমানে কোন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হবে তা পরীক্ষা করে ছাড়পত্র দেয় মার্কিন প্রতিরক্ষা চুক্তি ব্যবস্থাপনা সংস্থা (ডিসিএমএ)।

শুক্রবার লকহিডের সিইও ফিল শ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, লকহিডের সহযোগী সংস্থা টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের অধীনে আগামী দুই-তিন বছরের মধ্যে ভারতেই তৈরি হবে এফ-১৬ যুদ্ধবিমান।

এ বিষয়ে গত সেপ্টেম্বর মাসে লকহিডের সঙ্গে চুক্তি হয় টাটার।

ভারতে কি এফ-১৬ বিমান তৈরি হবে? এ প্রশ্নে পুরো প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ জানিয়ে ফিল শ বলেন, এটি পুরোটাই ভারতের ওপর নির্ভর করছে। তারাই ঠিক করবে ভারতে ওই বিমান তৈরি হবে কিনা।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিশাল প্রজেক্টের জন্য কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন সে বিষয়ে তিনি তেমন একটা জ্ঞাত নন।

কিন্তু গত এক দশক ধরে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের সঙ্গে কাজ করে লকহিড মার্টিন সংস্থা একটি ধারণা অবশ্যই করতে পেরেছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here