মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট জাতিসংঘ দূত হচ্ছেন

0
252

খবর৭১ঃমার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট জাতিসংঘ দূত হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী দূত হিসেবে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্টকে মনোনয়ন দিতে যাচ্ছেন।

নুয়ের্ট জাতিসংঘে বিদায়ী মার্কিন দূত নিকি হ্যালির স্থলাভিষিক্ত হবেন। তবে এখনো বিষয়টি সিনেটে চূড়ান্ত হয়নি।

নিকি হ্যালি গত অক্টোবর মাসে তার পদত্যাগের ঘোষণা দেন। তবে তিনি কেন পদত্যাগ করছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

বিভিন্ন সূত্রে প্রকাশ, নুয়ের্টকে শুক্রবার মনোনয়ন দেয়া হবে। গত নভেম্বর মাস থেকেই এ পদের জন্য ৪৮ বছর বয়সী নুয়ের্টের নাম বিবেচনা করা হচ্ছে। নুয়ের্ট ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন।

গত মাসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘নুয়ের্ট চমৎকার একজন মানুষ। তিনি দীর্ঘদিন ধরেই আমাদের সাথে রয়েছেন। তিনি সত্যিকার অর্থেই অনেক চমৎকার।’
খবর৭১/জিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here