মার্কিন নৌ-যুদ্ধ বিষয়ক তথ্য চুরি চীনা হ্যাকারদের

0
372

খবর৭১: সাগরতলে যুদ্ধবিষয়ক বিপুল পরিমাণ স্পর্শকাতর মার্কিন তথ্য চুরি করতে সক্ষম হয়েছে চীনের সরকারি হ্যাকাররা। মার্কিন নৌ-বাহিনীর এক ঠিকাদারের কম্পিউটার থেকে তারা এসব তথ্য পেয়েছে।

চুরি যাওয়া তথ্যের মধ্যে রয়েছে মার্কিন সাবমেরিনে জাহাজবিধ্বংসী সুপারসনিক মিসাইল পরিকল্পনা বিষয়ক তথ্য।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে তথ্য চুরির এই ঘটনা ঘটেছে। এ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। তবে তারা এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, তারা হ্যাকিংয়ের বিষয়ে কিছুই জানে না। চীন সরকার সব সময় সাইবার নিরাপত্তার পক্ষে কথা বলে আসেছে ও তথ্য চুরির বিরুদ্ধে সজাগ বলেও জানিয়েছে তারা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here