মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ

0
680

খবর৭১:২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। আর এ ঘটনায় মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন নেদারল্যান্ডসের এক আইনজীবী। ওই অভিযোগে তাকে ৩০ দিনের জেল দিয়েছেন আদালত। তাকে ২০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

জানা গেছে, ওই আইনজীবির নাম অ্যালেক্স ভ্যান ডার জয়ান। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে অ্যালেক্সই প্রথম ব্যক্তি যার সাজা হলো। ট্রাম্পের সাবেক ডেপুটি ক্যাম্পেইন চেয়ারম্যান রিক গেটসের সঙ্গে তার সম্পর্ক ছিল।

অ্যালেক্স ভ্যান গত ফেব্রুয়ারিতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় দোষী সাব্যস্ত হন। ভ্যান ওই ঘটনায় ক্ষমা চেয়েছেন।

প্রসঙ্গত, ভ্যান ডার জয়ান চতুর্থ ব্যক্তি যিনি ওই ঘটনায় অভিযুক্ত হলেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here