মার্কিন জোটের বিমান হামলায় সিরিয়ায় নিহত ৩০

0
281

খবর৭১:সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশের আবাসিক এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, শনিবার (২৪ নভেম্বর) প্রদেশের হাজিন শহরের উপকণ্ঠের আল বুকান গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

মার্কিন জোটের মুখপাত্র কর্নেল শন রায়ান ইউফ্রেতিস নদীর পূর্ব তীরের হাজিনের বুকান অঞ্চলে হামলার কথা স্বীকার করলেও সাধারণ মানুষের হতাহতের বিষয়টি নাকচ করে দিয়েছেন।

এর আগে গত শুক্রবার মার্কিন জোটের জঙ্গিবিমান দেইর আয জোর প্রদেশের আল শাফা গ্রামে কয়েক দফা বোমা হামলা চালায়। সেই হামলার ঘটনায় তিনজন নারী এবং পাঁচ শিশুসহ ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন আরো বেশ কিছু মানুষ।

এদিকে, সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলে অভিযান চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন কুর্দি-আরব বাহিনীসহ দেশটির সরকারি বাহিনী। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলের জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে থাকা সবশেষ এলাকাও পুনরুদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী।

পর্যবেক্ষকদের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দামেস্ক ও সুয়েদা প্রদেশের মধ্যবর্তী অঞ্চল থেকে আইএস সদস্যদের হটিয়ে পুনরায় সেখানকার নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বাহিনী। সরকারি বাহিনীর অভিযানের মুখে আইএস সদস্যরা ওই এলাকা ছেড়ে পূর্বাঞ্চলীয় বাদিয়া মরুভূমির দিকে সরে যেতে বাধ্য হয়। এরমধ্য দিয়ে আইএসের দখলে থাকা সর্বশেষ ওই অঞ্চলটি আসাদ বাহিনী পুনরুদ্ধার করলো বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here