মার্কিন উপকূলে রুশ সাবমেরিনের মহড়া, টেরই পায়নি যুক্তরাষ্ট্র

0
288

খবর৭১: যুক্তরাষ্ট্রের উপকূলে মার্কিন সামরিকঘাঁটির কাছে মহড়া চালিয়েছে রাশিয়ার এক ডিভিশন সাবমেরিন।

তবে যুক্তরাষ্ট্র এসব রুশ সাবমেরিনের উপস্থিতির বিষয়টি টের পায়নি বলে দাবি করেছেন রাশিয়ার একজন সামরিক কমান্ডার।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টিভি চ্যানেলকে রাশিয়ার কমান্ডার সের্গেই স্টারশিনভ বলেন, সাবমেরিন ডিভিশনের মিশন সফলভাবে শেষ হয়েছে। এসব সাবমেরিন নির্ধারিত স্থানগুলোতে তাদের পেশিশক্তি প্রদর্শন করে এবং কোনো রকমের বাধা ছাড়াই সেগুলো ঘাঁটিতে ফিরে আসে।

রুশ সাবমেরিনগুলো কবে এবং ঠিক কোন জায়গায় মহড়া চালিয়েছে তা পরিষ্কার করে বলা হয়নি। তবে টিভি চ্যানেলটি জানিয়েছে, একেবারে মার্কিন উপকূলের কাছে মহড়া চালানো হয়েছে।

মহড়ায় কতটি সাবমেরিন অংশ নিয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ না করলেও রুশ এ কমান্ডার জানান, রাশিয়ার উত্তরাঞ্চলীয় সাবমেরিন বহর যোগ দিয়েছে।

সাবমেরিনগুলো মার্কিন রাডার ফাঁকি দিতে সক্ষম হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্টারশিনভ বলেন, হ্যাঁ, সাবমেরিনগুলো তা করতে সক্ষম হয়েছে এবং সব রকমের শণাক্তকরণ এড়িয়ে যাওয়া-আসা করাই ছিল মস্কোর মূল লক্ষ্য।

তিনি বলেন, রুশ সাবমেরিনগুলো মার্কিন উপকূলের একেবারে কাছে গেলেও যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমা লঙ্ঘন করেনি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here