মামলার ভয় পেলে বিএনপির দায়িত্ব থেকে সরে যান: গয়েশ্বর

0
265

খবর৭১ঃ যারা হামলা-মামলায় ভয় পায় তাদের দলের দায়িত্বশীল পদ থেকে সরে যাওয়ার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ রায়। তিনি বলেন, ‘যেসব নেতাকর্মীরা মামলা-মোকদ্দমায় ভয় পান তারা দায়িত্ব থেকে সরে যান। আর ভয় পান না, তারা দায়িত্বে থাকুন। আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করবো।’

শনিবার (২৩ মার্চ) দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিচে অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দোহার-নবাবগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনশন করেন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পানি পান করিয়ে নেতাকর্মীদের অনশন ভাঙান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রমাণ করবো- এদেশের মানুষ গণতন্ত্রের প্রয়োজনে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্ত করবে। এটা আমাদের বিশ্বাস নয়, তাকে মুক্ত করে তা প্রমাণ করবো।’

বাংলাদেশ পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্র বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘এখানে কোনও আইনের শাসন নেই। পুরোপুরি এক ব্যক্তির শাসন চলছে। এক ব্যক্তির যা ইচ্ছে তা হয়।’

আওয়ামী লীগ জনবিচ্ছন্ন দল বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘যে কারণে তারা হামলা-মামলা করে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করছে। খালেদা জিয়ার জনপ্রিয়তায় হিংসা হয় আওয়ামী লীগের। তিনি যেখান থেকে নির্বাচনে দাঁড়ান, সেখানেই পাস করেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন জায়গায় পরাজিত হওয়ার রেকর্ড রয়েছে।’

গণঅনশনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here