মানুষ হত্যা করি নাইঃ আমাদের হাতে রক্তের দাগ নাই —সাবেক রাষ্ট্রপতি- এরশাদ

0
306

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির ক্ষমতামলে দেশের মানুষ শান্তিতে ছিল। খুন, খারাপী, চাঁদাবাজী ছিল না। যমুনা সেতু, রাস্তা-ঘাট ছাড়াও দেশে ১৯টি থেকে ৬৪ টি জেলা ও ৪’শ ৬০টি উপজেলা বাস্তবায়ন হয়েছে। ক্ষমতা ছাড়ার ২৬ বছরের মধ্যে বিনা দোষে ৬ বছর জেল খেটেছি। আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ্ এখনও আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি সুস্থ্য আছি। আমার বয়স অনেক হলেও তা মনে হয়না। মনে হয় আমার বয়স হবে ৪০ বছর। আমার মত বয়সের মানুষের বার্ধক্যের ভারে চলতে পারেনা। অচল হয়েছে অনেকেই। বর্তমানে দেশ চালায় একজন ব্যক্তি। তিনি হলেন মাননীয় প্রধান মন্ত্রী। বর্তমানে দেশে ভোট পাহারা দিতে হয়। এ অবস্থা চলতে পারেনা। সব কিছুরই পরিবর্তন আনতে হবে। দেশের মানুষ চায় পরিবর্তন। জাতীয় পার্টিই একমাত্র জনপ্রিয় পার্টি। ভবিষ্যতে জাতীয় পার্টির নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে মহান আল্লাহ্ আমাকে ইজ্জত ফিরিয়ে দিবেন। সে জন্যই হয়তো আল্লাহ্ আমাকে জীবিত রেখেছেন। আমরা মানুষ হত্যা করি নাই। আমাদের হাতে রক্তের দাগ নাই। আমরা মানুষকে জয় করেছি রক্ত দিয়ে। আমরা মানুষকে জয় করেছি ভালবাসা দিয়ে। বন্যার সময় মানুষের ঘরে ঘরে গিয়েছি।
সোমবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আয়োজিত সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাপা চেয়ারম্যানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার শামীম হাদার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাপা’র মহাসচিব- বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য- জিয়া উদ্দীন আহমেদ বাবলু এমপি, মেজর (অবঃ) খালেদ আক্তার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী- মশিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র-মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা’র গাইবান্ধা জেলা শাখার সভাপতি সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডলসহ জাপা ও এর অঙ্গ -সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় আসন্ন ১৩ই মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে তাঁর মনোনীত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীকে প্রার্থী ঘোষণা দিয়ে তাঁর হাত উঠিয়ে জনগণসাধারণকে আশ্বাস প্রদান করে বলেন, শামীমকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি খুশি হবো। এ আসনটি আমাদের। চক্রান্ত করে আসনটি আমাদের হাত ছাড়া করেছে। সেজন্য হয়তো আল্লাহ্ তা সহ্য করেন নাই। সাবেক এই রাস্ট্রপতি আরো বলেন, দেশে উন্নয়ন আনতে, শান্তিতে ঘুমাতে জাতীয় পার্টি ছাড়া আর কোন বিকল্প নাই।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here